
লামায় ৫ হাজার ইয়াবা সহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী পুলিশ হেফাজতে
বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি।
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন রোহিঙ্গা সহ মোট চার জন গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেবর) ১টা ৪৫ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী হেলাল মেম্বারের বাগান বাড়ীর সামনে থেকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ হাসান (২৭), পিতা-মোঃ মুরাদ, মাতা-মাবিয়া বেগম, সাং-২ কুতুপালং (বুলু মাঝির অধীনস্থ), থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ইয়াছমিন আরা (২৪), স্বামী- মোঃ হাসান, পিতা-মোঃ সিদ্দিক, মাতা-রমিজা বেগম, সাং-২২, ব্লক সি-৫, (সিকিন্দার মাঝির অধীনস্থ), থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, খতিজা বেগম (৫৫), স্বামী-মোঃ কাশেম, পিতা-মৃত জমির হোসেন, মাতা-মৃত আয়েশা বেগম, সাং-ঈদগড়, বার্মা পাড়া, থানা-রামু, জেলা-কক্সবাজার এবং শাহানু আক্তার (৩৫), স্বামী-মোঃ রফিক, পিতা-লোকমান হোসেন, মাতা-মাহমুদা খাতুন, সাং-২ কুতুপালং (বুলু মাঝির অধীনস্থ), থানা- উখিয়া, জেলা-কক্সবাজার।
সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.তোফাজ্জল হোসেন বলেন, ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, উক্ত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে লামা থানার মামলা নং-১১,২৮/০৯/২০২৫ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) রুজু করা হয়েছে।