
মান্দায় মাদ্রাসা কমিটি নিয়ে দ্বন্দ্ব: বিএনপি নেতাসহ ৫ জন কারাগারে
নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলায় মাদ্রাসা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মো. গোলাম সাকলাইন চারুসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চারু ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে মান্দা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন—শামসুল হুদা, সাফিউল ইসলাম বাবু, আলমগীর হোসেন ও ফারুক হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে মান্দার ভারশোঁ ইউনিয়নের আইওর পাড়া এলাকায় মাদ্রাসা কমিটি নিয়ে ইমান আলী গংদের সঙ্গে বিরোধে জড়ান স্থানীয় কয়েকজন। ওই ঘটনার জেরে ইমান আলীর ভাড়াটিয়া ও মোদি দোকান ব্যবসায়ী সাদিকুল ইসলাম সেলিমের দোকানে হামলা ও লুটপাট চালানো হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে ভুক্তভোগী সাদিকুল ইসলাম সেলিম বলেন, ‘আমি দীর্ঘ ১০ বছর ধরে চুয়াপুর মোড়ে ব্যবসা করে আসছি। ব্যাংক, বীমা ও এনজিও থেকে ঋণ নিয়ে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছিলাম। কিন্তু এখন আমি নিঃস্ব। ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছি। ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি।’
তিনি আরও জানান, থানায় অভিযোগ দিতে গেলে তা গ্রহণ না করায় আদালতের মাধ্যমে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।