
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন, অনুদান করলেন বিএনপি
কমল কৃষ্ণ দে
খাগড়াছড়ি সংবাদদাতা
মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের দুর্গোৎসব ২০২৫ পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটিরাঙ্গা পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম ও পৌর বিএনপি’র সভাপতি মোঃ শাহজালাল কাজল এর নেতৃত্বে ৩০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মন্দির প্রাঙ্গনে পৌঁছালে তাদের শুভেচ্ছা জানান, সনাতন সমাজ কল্যাণ পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি স্বপন কান্তি পাল ও দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি লিটন পাল এবং সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী ।
বুধবার ৩০ শে সেপ্টেম্বর সন্ধ্যায় পুজোর নবমীতে বিএনপির এই প্রতিনিধি দল পূজা মন্ডপে এসে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা । এই সময় বিএনপি নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় উপহার দিয়ে বরণ করে পূজা উদযাপন কমিটি । বিএনপি প্রতিনিধি দল পূজা মন্ডপের অভ্যর্থনা মঞ্চে কিছু সময় অবস্থান করেন । এ সময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দ দুর্গা উৎসবের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন । এবং দশমী সহ বিসর্জন পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন তারা ।
এ সময় সনাতন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় কৃতজ্ঞতা প্রকাশ করে পূজা উদযাপন কমিটি বিএনপি নেতৃবৃন্দের আগমনে সন্তোষ প্রকাশ করেন ।
প্রতিনিধি দলের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপি সহসভাপতি নারায়ন ত্রিপুরা, পৌর বিএনপি’র সহ সভাপতি ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন, উপজেলা যুবদল আহবায়ক জয়নাল আবদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদল আহবায়ক সজল, সদস্য সচিব মঞ্জু চৌধুরী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ধর্মীয় উৎসবগুলোতে মাটিরাঙ্গা সবসময় আন্তরিক পরিবেশে সহাবস্থান বজায় রেখে যার যার উৎসব পালনে অনন্য উদাহরণ হয়ে থাকুক সব সম্প্রদায়ের মাঝে মাটিরাঙ্গা এমনটাই প্রত্যাশা করছেন সকল সম্প্রদায় ।