
মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রবিবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা সমবায় অফিস ও থানা প্রশাসনের সহায়তায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন ডিজেল মেকানিক্স ইঞ্জিন সমবায় সমিতি লিঃ। ৭০ জন সদস্যের ভোট গ্রহনের মাধ্যমে ৮ জন প্রার্থীর মধ্যে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়,। মো. আক্তার হোসেন ছাতা প্রতিকে ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। সম্পাদক পদে মোজাম্মেল হক সাইকেল প্রতিকে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন, সহ সভাপতি পদে আসম আলি মোরগ প্রতিকে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন, ক্রিয়া সম্পাদক পদে ফরমান আলী জাহাজ প্রতিকে ৪৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হয়। নির্বাচনটি আহ্বায়ক কমিটির পরিচালনায় সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচন নির্বাচনকালীন সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সভাপতি হাবিবুর রহমান দুলাল,সাধারণ সম্পাদক আব্দুল কাদের। নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন মধুপুর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মো মাজহারুল ইসলাম। ভোট গণনা শেষে সুন্দর পরিবেশে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান, ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ডিজেল মেকানিক্স শ্রমিক সমবায় সমিতির উপদেষ্টা আনিসুর রহমান, নির্বাচন কমিটির সদস্য আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবর্গ।