
দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির মহামিলন উৎসব” চট্টগ্রাম জেলা পুলিশ সুপার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির একটি মহামিলন উৎসব। এখানে সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। চট্টগ্রাম জেলা পুলিশ প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।” সোমবার (৩০ সেপ্টেম্বর আনোয়ারার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার।
এদিন তিনি আনোয়ারা উপজেলার কচিকাঁচা গোষ্ঠী পূজা মণ্ডপ, জয়কালি বাজার, সরস্বতীবাড়ি, ডুমুরিয়া রাস্তার মাথা, রামকৃষ্ণ মিশন ও সেবা সংঘ পূজা মণ্ডপসহ একাধিক স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সোহানুর রহমান সোহাগ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পূজা আয়োজক কমিটির সদস্যরা পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার রাখায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের প্রশংসা করেন।