আনোয়ারার মাদক-জুয়া প্রতিরোধে তরুণদের মতবিনিময় সভা

আনোয়ারার মাদক-জুয়া প্রতিরোধে তরুণদের মতবিনিময় সভা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে সমাজের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে বৈরাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর বন্দরে মরহুম এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরীর বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ-যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মের নেতৃত্বে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, সমাজে দিন দিন জুয়া, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বেড়ে চলেছে। এসব কার্যকলাপ শুধু পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এ ধরনের অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তরুণদের পক্ষ থেকে জানানো হয়, তারা এলাকায় কোনোভাবেই মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের প্রশ্রয় দেবে না। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তোলা হবে। উপস্থিত সবাই সম্মত হন যে, সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সকলে মিলেমিশে কাজ করতে হবে।

এসময় বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্ম এগিয়ে এলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই। তারা মাদক ও অপরাধমুক্ত একটি সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে একসাথে কাজ করার শপথ নেন।

এলাকাবাসী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকলে সমাজে শান্তি, নিরাপত্তা ও সৌহার্দ্য ফিরে আসবে।

 

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা অত্যন্ত কঠোরভাবে ঘোষণা করছি যে, আনোয়ারা এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এলাকার সকল ভ্রাতৃবৃন্দ ও গ্রামবাসীকে অনুরোধ করছি যারা মাদক বিক্রি বা পরিবহনের সঙ্গে সংযুক্ত তাদের সম্পর্কে তথ্য পেলে তা দ্রুত আমাদের কাছে জানাবেন। আপনার তথ্যই আমাদের ধরতে সাহায্য করবে; তাই অনুগ্রহ করে সাহসী হন ও সহযোগিতা করুন। প্রয়োজনে থানা বা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *