আনোয়ারায় হাইলধর ইউনিয়ন পরিষদ মাঠ সংস্কারে অনিয়মের অভিযোগ

আনোয়ারায় হাইলধর ইউনিয়ন পরিষদ মাঠ সংস্কারে অনিয়মের অভিযোগ

মাঠ সংস্কারের নামে অনিয়ম! হাইলধর ইউনিয়নে প্রশ্নের মুখে উন্নয়ন কাজ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়ন পরিষদের মাঠ সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রকল্পে আরসিসি ঢালাই ও মাটি ভরাটসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য সরকারি বরাদ্দ থাকলেও, মাঠ সংস্কারের কাজ শুধু ইট বিছিয়ে শেষ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা ও হাইলধর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মেম্বারের বিরুদ্ধে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের টিআর-কাবিখা সাধারণ কর্মসূচির আওতায় হাইলধর ইউনিয়ন পরিষদ মাঠ সংস্কারে আরসিসি ঢালাই ও মাটি ভরাটসহ উন্নয়ন কাজের জন্য ৩ লাখ ১৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কাজ সঠিকভাবে সম্পন্ন না করে শুধু ইটের সলিং দিয়েই প্রকল্প শেষ করে দেন ফয়েজ মেম্বার।

এছাড়াও অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের দীঘি কোনো প্রকার টেন্ডার ছাড়াই নিজের ভাইয়ের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময়ে হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত অর্থ পরিষদের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিডি কার্ড বিতরণের সময় উপকারভোগীদের কাছ থেকে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

এ বিষয়ে মোহাম্মদ ফয়েজ মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, *“কোনো দুর্নীতি হয়নি, আপনি এসে দেখে যান”—*এই কথা বলেই তিনি কলটি কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *