
আনোয়ারায় মেডিকেলে সুযোগ পাওয়া মুশফিকা আহমেদকে সংবর্ধনা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুশফিকা আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করায় বিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার উদ্দীন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসির সাবেক সভাপতি আবু মো. রাশেদ চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক এসএমসি সভাপতি ফাতেমা নিগার চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতী শিক্ষার্থী মুশফিকা আহমেদ ও তাঁর মাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা মুশফিকার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।