ফেসবুকে দুর্নীতির খবর শেয়ার, আনোয়ারায় যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ

ফেসবুকে দুর্নীতির খবর শেয়ার, আনোয়ারায় যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফেসবুকে একটি সংবাদ শেয়ার করাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগী যুবকের নাম মো. সরওয়ার হোসেন (২৫)। তিনি বরুমচড়া ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের বরুমচড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আনছার হোসেনের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য মো. শরীফ মেম্বারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন সরওয়ার হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৩ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বরুমচড়া ০৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর টেক এলাকায় তাকে একা পেয়ে হামলা চালানো হয়।

ভুক্তভোগী মো. সরওয়ার হোসেন জানান, মো. শরীফ মেম্বারসহ মো. ইমন, মো. ছোটন, মো. হাসান ও মো. আবিদ—এই পাঁচজন তাকে কিল, ঘুষি ও লাথি মারার পাশাপাশি গাছের বাটাম এবং ধান বহনের কাজে ব্যবহৃত ‘বক’ দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার হাত, পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে থেঁতলানো ও ফোলা জখম হয়। পরে আমার চিৎকার-চেঁচামেচি শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে আমাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে ভর্তি করেন।

আহতের মা রাবেয়া বশরী বলেন, ঘরের পাশের একটি রাজনৈতিক প্রোগ্রাম থেকে ফেরার পথে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি আমার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে। চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গেলে দেখি তারা আমার ছেলেকে মারধর করছে। পরে তারা আমাদের হুমকি দিয়ে চলে যায়—ঘটনাটি থানায় জানালে আবার এসে মেরে ফেলবে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য শরীফ মেম্বারকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *