
ডায়মন্ড সুপার কালার বার্ড পরিবেশক ও খামারি সমাবেশ অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় একদিন বয়সের লেয়ার ও কালার বার্ড বাচ্চা উৎপাদনকারী ডায়মন্ড গ্রুপের উদ্যোগে কালার বার্ড বাচ্চা লালন পালন সংক্রান্ত ও পরিবেশকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে পরিবেশক ও খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার)৪ ই অক্টোবর -২৫ সকাল ১১ টায় কেরানীহাটে অবস্থিত হোটেল সী ওয়ার্ল্ডের হল রুমে উক্ত সভাবেশ অনুষ্ঠিত হয়।
ডায়মন্ড গ্রুপের চট্টগ্রাম বিভাগের RSM নোমান রব্বানীর সঞ্চলনায় ডায়মন্ড গ্রুপের এজিএম
কৃষিবীদ মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে কালার বার্ড লালন পালন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, হেন্ডরিক্স জেনেটিক এর কান্ট্রি ম্যানেজার ডা. মহি উদ্দিন তিনি তার আলোচনায় বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে প্রান্তিক খামারিরা, আপনাদের শ্রম,মেধা, প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের খাদ্যের চাহিদায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন,বেকার মুক্ত জীবন গঠনে পোল্ট্রি শিল্পের গুরুত্ব অপরিসীম, পোল্ট্রি শিল্পে ভাল মুনাফা করতে চাইলে নির্দিষ্ট কিছু নিয়ম ফলোও করতে হবে, যেমন ভাল জায়গায় ফার্ম নির্মাণ, উন্নত জাত ও ভাল কোম্পানির বাচ্চা লালন পালন করা। ফার্মে ভাল ম্যানেজমেন্ট করা, বাচ্চার ব্রোডিং ঠিক রেখে নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা প্রদান করা,যথা সময়ে ভ্যাকসিন প্রদান করা, গণগণ খাদ্য ও পানি দেওয়া এই সমস্ত কাজ গুলো করলে ফার্ম থেকে ভাল লাভবান হবেন। পোল্ট্রি শিল্পের বিভিন্ন বই পুস্তক পড়ে ডাক্তারদের পরামর্শ নিলে আপনারা খুব দ্রুত ফার্ম থেকে অধিক মুনাফা লাভ করতে পারবেন।
সভাপতির বক্তব্যে কৃষিবীদ মোহাম্মদ সোহেল রানা পরিবেশক ও খামারিদের উদ্দেশ্যে বলেন, আমাদের ডায়মন্ড গ্রুপের বাচ্চা গুলো খুব উন্নত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুটানো হয় আমাদের মাদার গুলো বিশ্বের উন্নত দেশ থেকে উন্নত জাতের কালেকশন করা হয় তাই ডায়মন্ড গ্রুপের বাচ্চা নিয়ে আপনাদের প্রতারণা হওয়ার কোন সম্ভবনা নেই।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দেড় শতাধিক খামারী ও পরিবেশক উপস্থিত ছিলেন।