মান্দায় গোটগাড়ী শহীদ মামুন ক্রীড়া একাডেমীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মান্দায় গোটগাড়ী শহীদ মামুন ক্রীড়া একাডেমীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলার গোটগাড়ী শহীদ মামুন ক্রীড়া একাডেমীর উদ্যোগে একদিনের প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

খেলায় জয়পুরহাট জেলা বনাম নওগাঁ জেলা ফুটবল দল অংশগ্রহণ করে। ম্যাচ শেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও এ্যাড.কুমার বিশ্বজিৎ সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রীতি ম্যাচ ও খেলাধুলা প্রসঙ্গে প্রধান অতিথি এম এ মতীন বলেন, “সুস্থ দেহে সুস্থ মন থাকে। বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। গোটগাড়ী শহীদ মামুন ক্রীড়া একাডেমীর এমন আয়োজন অবশ্যই প্রশংসার যোগ্য।”

তিনি আরও বলেন, “যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে। বিএনপি সবসময় তরুণদের উন্নয়নমূলক কাজে উৎসাহিত করে আসছে।”

পরে অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

মাহবুবুজ্জামান সেতু
তারিখ:০২/১০/২০২৫
মোবাইল নং ০১৭১০-১৩৭৭৮২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *