
মান্দায় শিল্পপতি সোহাগের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান
নওগাঁ প্রতিনিধি :৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও কানাডা প্রবাসী বিশিষ্ট শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত অত্র উপজেলার বিভিন্ন পূজামণ্ডপগুলোতে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন সোহাগের পক্ষে একাধিক নেতাকর্মী।
এ সময় সাদিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির যে বন্ধন রয়েছে, তা আমাদের গৌরবের অংশ। উৎসব সবার, ধর্ম যার যার। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালির সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ।’
সোহাগের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,জিয়া সাইবার ফোর্স মান্দা উপজেলা শাখার সদস্য সচিব সাজ্জাদ আহমেদ সুমন, নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন শাহ্, ছাত্রনেতা রকি, মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, নূরুল্যাবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাসেল, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, সদস্য তারেক, যুবনেতা মুক্তার, মোস্তাফিজুর এবং মানিক প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাকি শাহ, সাধারণ সম্পাদক বজলুর রশিদ,ছাত্রনেতা সিহাব, রানা, নিরব, ফারুক, সিমুল, মানিক, এনামুল, সাফিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় নেতারা বলেন,*‘সাদিকুল ইসলাম সোহাগ সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। তার নেতৃত্বে মান্দায় সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।’*
পূজামণ্ডপ কর্তৃপক্ষও এই সহায়তা ও পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।