
লামায় সৃজিত বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ
বেলাল আহমদ,বান্দরবান প্রতিনিধি,
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর পূর্বচাম্বি ৯ নং ওয়ার্ডে জোর পূর্বক সৃজিত বাগানে অনধিকার প্রবেশ করে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার( ২০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১ঘটিকার সময় লামার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি মুসলিম পাড়া এলাকার মৃত সিরাজের ছেলে মোঃ মামুন (৩৮), এর নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে আরো অজ্ঞাত নামা স্থানীয় ও বহিরাগত ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীকে নেতৃত্ব দিয়ে হাতে ধারালো দা, কুড়াল, গদু দা এবং গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাগান হইতে গাছ কাটতে শুরু করে। শনিবার গাড়ী যোগে প্রায় দেড় লক্ষ টাকার গাছ নিয়ে যাওয়ার অভিযোগে সাঈদ আনোয়ার শামীম (৩৫) বাদী হয়ে ২০ সেপ্টেম্বর লামা থানায় একটি অভিযোগ করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ২০/০৪/২০২৩ইং তারিখ সম্পাদিত গাছের বাগান বিক্রয় চুক্তিনামা দলিল মূলে জনৈক মোঃ দিদারুল ইসলাম হইতে তাহার ক্রয়কৃত ও ভোগ দখলীয় ৩০৭নং চাম্বি মৌজার আর/২৮৬নং হোল্ডিং এর ০.৬০ (ষাট শতক) একর ৩য় শ্রেণীর জায়গায় সৃজিত সম্পূর্ণ আকাশমনি ও ম্যালেরিয়া গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ ১০ বছর মেয়াদের মধ্যে পরিপক্ক হওয়ার পর কর্তন করে বাজারজাত করার চুক্তিতে সম্পূর্ণ টাকা পরিশোধ করে উক্ত বাগানের গাছ ক্রয় করি। সেই হইতে আমি উক্ত বাগান রক্ষণাবেক্ষন করা সহ বহু টাকা খরচ করে নিয়মিত শ্রমিক নিয়োগ করে উক্ত বাগানের আগাছা পরিষ্কার করে গাছগুলো লালন পালন করে আসছি। কিন্তু বিবাদীগণ লোভের বশবর্তী হয়ে ঘটনার দিন অর্থাৎ ২০-০৯-২০২৫ইং তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ১-৪নং বিবাদীগণ অজ্ঞাত নামা স্থানীয় ও বহিরাগত ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীকে নেতৃত্ব দিয়ে হাতে ধারালো দা, কুড়াল, গদু দা এবং গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমার বাগানে অনধিকার প্রবেশ করে আমার বাগান হইতে গাছ কাটতে থাকে। অতঃপর ঢাকা ল-২৩৭ নম্বরের একটি পিকআপ গাড়ি যোগে আমার বাগান হইতে ০৩ গাড়ি গাছের লগ নিয়ে যায়। যাহার আনুমানিক মূল্য-১,৫০,০০০/- টাকা।
এমতাবস্থায় যদি আমি বিবাদীগণের জোর পূর্বক গাছ কাটার কাজে বাঁধা দিতে যাই তবে বিবাদীগণ আমার সহিত মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বিধায় বিবাদীগণ কর্তৃক জোর পূর্বক এ জবর দখল কর্মকান্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে লামা থানায় অভিযোগ দায়ের করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি,ঘটনাস্থল তদন্তে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে, সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।