মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা সহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা সহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কমল কৃষ্ণ দে
খাগড়াছড়ি সংবাদদাতা

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ ৪০ বিজিবি পলাশপুর জোনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষকে মানবিক সহায়তা, কৃষি খাতের উন্নয়নে দরিদ্র কৃষকের মাঝে কৃষি উপকরণ সহ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে ।

এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে আর্থিক সহযোগিতা ও দুস্থ অসহায়দের ঢেউটিন প্রদান করেছে পলাশপুর জোন ।

১৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল সাড়ে দশটার দিকে উপজেলার উত্তর শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পলাশপুর জোন আয়োজিত এ সব মানবিক সহায়তা প্রদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বর্ডার গার্ড বাংলাদেশ ৪০ বিজিবি খেদাছড়া পলাশপুর জোনের জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্নেল মোহা: শাহীনুল ইসলাম পিএসসি ইঞ্জিনিয়ার্স ।
তিনি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায়ের বিকল্প নেই মন্তব্য করে বলেছেন ৪০ বিজিবি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে । কৃষিখাতের উন্নয়নে যে সব কৃষক বিভিন্ন জাতের বীজ ও সার সহায়তা পেয়েছে তাদেরকে নিজ নিজ জমির চাষাবাদে অধিকতর যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি ।
এ সময় জোন এলাকার অভ্যন্তরে যারা চোরাচালান ও মাদক দ্রব্য সেবন ও বিপণন সাথে জড়িত তাদের সম্পর্কে গোপনে তথ্য দেয়ার আহ্বান জানান তিনি ।

এ সময় মেজর জাহিন আবদুল্লাহ এ এ এম সি, শান্তিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ মোশারফ হোসেন ও জোন এনসিও হাবিলদার মোঃ মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন ।

অভিযান পরিচালনা সম্পর্কে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি বলেছেন, অবৈধ চোরাচালান রােধকল্পে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে মন্তব্য করে জোন এলাকার অভ্যন্তরে সংগঠিত যে কােনো অপরাধমূলক কর্মকান্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে । এছাড়াও জব্দকৃত মালামাল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে জোন সূত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *