মধুপুরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মধুপুরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর(মঙ্গলবার) সকাল ১১ টায় মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া,মধুপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার শোয়েব, থানার পক্ষ থেকে উপপরিদর্শক(এসআই) আসাদুজ্জামান, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরান,মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সামাদ তালুকদার, জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাদির, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন,উপজেলা এনসিপি’র আহবায়ক সবুজ মিয়া,উপজেলা ছাত্র প্রতিনিধি জিয়াদ হাসান জীম, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  অলোক কুমার চৌধুরী স্বপন,পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ প্রমূখ

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের মোট ৫৯টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *