
আনোয়ারায় হালদা নদী বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
হালদা রক্ষায় সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী সংরক্ষণে তিনদিনব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারীদের হালদা নদীর গুরুত্ব, পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা এবং মৎস্য খাতে টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান (হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ব্যবস্থাপনা দ্বিতীয় পর্যায়, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম)। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। এ ছাড়া উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিসারিজ অফিসার প্রীতম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“ঐতিহ্যবাহী হালদা নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এটি এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র। হালদার পরিবেশ ও প্রজনন ক্ষেত্র যেন নষ্ট না হয়, সেদিকে সকলকে সচেতন হতে হবে। এজন্য বৃক্ষনিধন রোধ, বনায়ন বৃদ্ধি, বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করার পাশাপাশি নদী দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
অন্যান্য বক্তারা হালদা নদী থেকে প্রাপ্ত রেণু সংগ্রহ, বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ ও নার্সারি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, হালদার সঠিক ব্যবস্থাপনা শুধু স্থানীয় নয়, বরং দেশের সামগ্রিক মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে পারে।
বক্তারা আরও বলেন, হালদা নদীর টেকসই সংরক্ষণ ও বৈজ্ঞানিকভাবে ব্যবস্থাপনা করা গেলে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে। এজন্য স্থানীয় জনগণকে সচেতন করা এবং সরকারি উদ্যোগগুলোকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করার ওপর জোর দেওয়া হয়।
কর্মশালার আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জেলে, উদ্যোক্তা ও সাধারণ মানুষ হালদা নদী ও এর প্রাকৃতিক সম্পদ রক্ষায় আরও দায়িত্বশীল হয়ে উঠবে।