
আনোয়ারায় ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম আনোয়ারায় নিউরো ডিস্যাবিলিটি রিহ্যাব এন্ড স্পোর্টস ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকালে চাতরী চৌমুহনী বাজারে দক্ষিণ পাশে টানেল মোড়ে নিউরো ডিস্যাবিলিটি রিহ্যাব এন্ড স্পোর্টস ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেন চট্রগ্রাম মেডিকেল কলেজের সিনিয়র কনসাল্টেন্ট শাহ মোহছেন আউলিয়া ডায়াগনস্টিক সেন্টারের সেন্টারের চেয়ারম্যান ডাঃ নুর মোহাম্মদ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় হাসপাতালের ফিজিওথেরাপিস্ট, সি পি আর সি’র চীফ কনসালটেন্ট নিউরো ফিজিওথেরাপি, স্পোর্টস রিহ্যাব এন্ড আকুপাংচার স্পেশালিষ্ট ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান , নিউরো ডিস্যাবিলিটি রিহ্যাব এন্ড স্পোর্টস ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহেদ হোছাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দিল মোহাম্মদ মন্জু, বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ,আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবদুল্লাহ।
ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি), টেকনিশিয়ান সহ সংশ্লিষ্ট কর্মীদের সমন্বয়ে ইউরোপ-ইন্ডিয়ান যন্ত্রপাতির মাধ্যমে ইলেক্ট্রোথেরাপি, দক্ষ ফিজিও হাতে ম্যানুয়াল থেরাপি সহ বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপির মাধ্যমে বিভিন্ন ধরনের বাত-ব্যথা, আঘাত ও খেলাধুলায় আঘাতজনিত সমস্যা ও স্ট্রোক জনিত হ্যামিপ্লেজিয়া, প্যারালাইসিস, প্রতিবন্ধিতাজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি ও রিহ্যাব সেবা প্রদান করা হয়।, স্বল্প খরচে এ সেবা সকলে পাবেন।