মান্দায় ‘মাদক মুক্ত তারুণ্য চাই’ প্রতিপাদ্যে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

মান্দায় ‘মাদক মুক্ত তারুণ্য চাই’ প্রতিপাদ্যে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:”খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”— এমন অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৩০ আগস্ট) মান্দা উপজেলার কয়াপাড়া কামার কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টের মধ্য দিয়ে মাঠে-ময়দানে ফেরে প্রাণ, আর তরুণদের মাঝে ফিরে আসে উদ্দীপনা।

দশ বছর পূর্তি উপলক্ষে মান্দা ইয়ুথ ক্লাব এই আয়োজনে নেতৃত্ব দেয়। মূল প্রতিপাদ্য ছিল ‘মাদক মুক্ত তারুণ্য চাই’। আয়োজকরা বলেন, *”বর্তমান সময়ে যুব সমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খেলাধুলা তরুণদের সঠিক পথে রাখতে পারে—এই বিশ্বাস থেকেই আমাদের এ প্রয়াস।”*

টুর্নামেন্টে অংশ নেয় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৮টি দল। প্রতিটি দলই মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করে। দিনব্যাপী নকআউট পর্ব শেষে চূড়ান্ত ফাইনালে মুখোমুখি হয় মান্দা থানার মোড় ফুটবল একাদশ এবং গাইহানা কৃষ্ণপুর ফুটবল একাদশ। ফাইনালে টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে মান্দা থানার মোড় একাদশ ১-০গোলের ব্যবধানে জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় গাইহানা কৃষ্ণপুর একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় তিনি বলেন, *”খেলাধুলা যুবসমাজকে মাদক ও কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে খেলাধুলা একটি শক্তিশালী হাতিয়ার। এমন উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে।”*

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানা, মান্দা ইয়ুথ ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইমরান মোল্লা মাসুদ,ক্লাবের সহযোগী সংগঠক নাজমুল হক টুটুল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও এলাকাবাসী।

উপস্থিত দর্শকদের অনেকেই জানান, এমন আয়োজনে তারা অভিভূত। একজন অভিভাবক বলেন, *”আমাদের সন্তানরা যখন মাঠে খেলে, তখন আমরা আশ্বস্ত থাকি—তারা ভালো কিছুতেই যুক্ত রয়েছে। মাদক থেকে দূরে থাকাটাই সবচেয়ে জরুরি।”*

মান্দা ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, *”এই আয়োজন শুধু একটি খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি বার্তা—যুবসমাজকে বাঁচানোর বার্তা। মাদকবিরোধী সচেতনতার অংশ হিসেবে আমরা এমন আয়োজন করেছি এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।”*

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং পরবর্তী আয়োজনগুলোতে আরও বৃহৎ পরিসরে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।#
মাহবুবুজ্জামান সেতু
তারিখ:৩০/০৮/২০২৪ ইং
মোবাইল নং ০১৭১০-১৩৭৭৮২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *