মাটিরাঙ্গায় পৌর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

মাটিরাঙ্গায় পৌর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

কমল কৃষ্ণ দে
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (পৌর বিএনপি) এর একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট)বিকেল ৪ টার দিকে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা পৌর বিএনপির উদ্যােগে আয়োজিত সাংগঠনিক সভায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল এর সভাপতিত্বে পৌর বিএনপির সাংগঠনিক সভায় ডিভিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, ও জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি, নাছির আহম্মেদ চৌধুরী,জেলা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক, মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,আঃ রব রাজা, জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার,জেলা বিএনপির সহ-হাত্র বিষয়ক সম্পাদক, শাহেদুল হোসেন সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহমান রানা সহ জেলা, উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন আগী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত হোন। অপকর্ম থেকে বেরিয়ে এসে জনতার কাতারে দাঁড়ান। ব্যক্তিগত মতভেদ নয়, দল ও গণতন্ত্রের স্বার্থেই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যই হবে আমাদের শক্তি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *