
মাটিরাঙ্গা জোনের উদ্যােগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা সম্পন্ন
কমল কৃষ্ণ দে
খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সামরিক, প্রশাসন -বেসরকারি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা ও মতবিনিময় অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সমন্বয় ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি।
এসময় মাটিরাঙ্গা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ খান পিএসসি,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, গুইমারা আনসার ব্যাটালিয়ন এর উপ-অধিনায়ক মো.শাহীদুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, সদস্য মনজিলা ঝুমা, সদস্য জয়া ত্রিপুরা, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন ত্রিপুরা,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সেলিম রানা, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.এলামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক সুমন, মাটিরাঙ্গা বন বিভাগের সহকারী রেঞ্জ অফিসার মো.তৌহিদুর রহমান তৌহিদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সো.বদিউল আলম মজুমদার, , মাটিরাঙ্গা উপজেলা জামায়ত ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল জলিল, হেফাজত ইসলাম এর প্রতিনিধি মাওলানা আক্তারুজ্জামান ফারুক, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইম উদ্দিন মুকুট সহ সাংবাদিক, বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।