
লোহাগাড়ায় ফুটপাত দখল করে মাছ বাজার জনদূর্ভোগ পথচারীর
আবুল কালাম আজাদ। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে রয়েছে বড় বাজার এই বাজারে প্রতিদিন হাজার হাজার লোক মাছ মাংস,বিভিন্ন প্রকার তরিতরকারি ক্রয় করতে আসে। বাজার বসার নির্দিষ্ট জায়গা থাকার পরও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন লোহাগাড়া বটতলী কাচা বাজারের পাশে ফুটপাত দখল করে বসে মাছের বাজার। এতে পথচারীর চলাচলের পথ বন্ধ হয়ে যায়, চলাচলের জন্য হাটতে হয় মহাসড়কের উপর দিয়ে এই কারণে ঘটে বিভিন্ন রকম দূর্ঘটনা। মাঝে মাঝে সৃষ্টি হয় তীব্র যানজট ফলে জনদূর্ভোগ বেড়ে যাই।
১৭ ই আগস্ট সকাল ১০ টায় মানিক নামে একজন পথচারী গাড়ির ধাক্কায় আহত হয় এতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি কোন নিয়মে পড়ে, ফুটপাত দখল করে মাছ বিক্রি করতে হবে পথচারীকে হাটতে হয় মহাসড়কের উপর দিয়ে।
এই বিষয়ে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী নুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান,মহাসড়ক সংলগ্ন ফুটপাত দখল করে বাজার বসে জনচলাচলের দূরভোগ সূষ্টি কোন ভাবে কাম্য নয়। আমরা তাদের বারবার বলার পরও তারা বসে উপজেলা প্রশাসনকে আমরা এই বিষয়ে অভিহিত করেছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার।
এদিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলামকে মাছ বাজার বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন ইতিমধ্যে শহর উন্নয়ন কমিটি বিষয়টি আমাকে
জানিয়েছেন আমি দ্রুত অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।