
স্বামীর ছুরিকাঘাতে নিহত স্ত্রী
লোহাগাড়া, চট্টগ্রাম :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মোমেনা ভবনে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হাসিনা বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।
নিহত হাসিনা বেগম (৩৮)। সাতকানিয়া উপজেলার বাজালিয়া বদ্দ পাড়ার ফজল করিমের প্রথম স্ত্রী।
২৩ ই জুন সোমবার দিবাগত রাত আনুমানিক ১২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
নিহতের ভাইজি রাজিয়া বেগম জানান, স্বামীর ছুরিকাঘাতের পর আমরা হাসিনা বেগম চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায় সেই খানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
হাসিনা বেগমের ৩ টি মেয়ে ২ টি ছেলে রয়েছে।
উল্লেখ্য
বিগত কয়েকদিন আগে হাসিনা বেগম তার মেয়ের ভাড়া বাসায় থাকা অবস্থায় স্বামী ফজল করীমের সাথে ঝগড়ার এক পর্যায়ে ফজল করীম তার স্ত্রীকে ধারালো চুরি দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে তার চিৎকারের আওয়াজ শুনে আশ পাশের লোকজন এগিয়ে এসে স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ থাকে চট্টগ্রাম কোর্ট প্রেরণ করেন বর্তমানে স্বামী কারাগারে রয়েছে
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ফজল করিমের বিরুদ্ধে মার্ডার মামলা রুজু করা হচ্ছে, লাশের সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।