
লোহাগাড়ায় দুইটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি মোবাইল স্বর্ণলংকার সহ ক্যাশ টাকা লুট
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামর লোহাগাড়া উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দল ২ টি বাড়ি লুট করে আনুমানিক ১৪ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে বাড়িতে থাকা লোকজন কে মারধর করে গুরুতর আহত করেছেন।
২২ ই মে বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টা২০ মিনিটের সময় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড ঠাকুর দিঘী এলাকায় ঘোলাটিয়ার পাড়ায় উক্ত ডাকাতি সংঘটিত হয়।
ডাকাতি হওয়া মেহেদী হাসানের বাড়ি থেকে ৪টি মোবাইল, ক্যাশ ১ লক্ষ টাকা, ৪ ভরি স্বর্ণ।
অপর বাড়ির মালিক আবুল কাশেমের (৫৩) বাড়িতে থাকা ক্যাশ ৫০ হাজার টাকা, ৩ টি মোবাইল, ২ ভরি স্বর্ণ।
ধারণা করা হচ্ছে লুট হওয়া মালামাল গুলোর আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা।
বাড়ির মালিক মেহেদী হাসান জানান রাত ২ টা বাজে আমার বাড়ির মেইন দরজার গ্রিল খুলে ডাকাত দল ভিতরে প্রবেশ করে আমার ছেলের রুমে ডুকলে কে প্রশ্ন করার সাথে সাথে মাথায় কোমরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রায়হানের চিৎকার শুনে পাশের রুমে থাকা মোকার রবিন (২৫) এগিয়ে আসলে থাকেও ব্যাপক মারধর করে অস্ত্র ঠেকিয়ে বাড়ির মধ্যে থাকা ক্যাশ টাকা মোবাইল,স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তাদের চিৎকার শুনো আশেপাশের লোকজন এগিয়ে এসে আহত দুই জন কে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আমান উল্লাহ বলেন, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সংঘবদ্ধ ডাকাত দলকে আইনের আওতায় আনা হউক।
এই বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে তদন্ত চলছে করা এমন ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।