সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কমল কৃষ্ণ দে,
খাগড়াছড়ি প্রতিনিধি :-

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র মাটিরাঙ্গা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারী) মাটিরাঙ্গা জোন আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবি। উক্ত মানবিক সহায়তা কর্মসূচী উপলক্ষ্যে শীতার্ত ও অসহায় ৩০০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও প্রায় ৩৫০ জন পাহাড়ী ও বাঙালি জনগনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়,

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, মেজর মো: সামিউল হক উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ এবং কম্বল পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান সকলের উদ্দেশ্যে বলেন, এখন থেকে প্রতি শনিবার মাটিরাঙ্গার বিভিন্ন জনবহুল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *