লোহাগাড়া প্রেস ক্লাব'র সাধারণ সভা অনুষ্ঠিত
লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাব'র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২অক্টোবর) দুপুরে উপজেলা হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেসক্লাব'র সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব'র যুগ্ন সম্পাদক কায়ছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম,অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, প্রচার-প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক, দপ্তর সম্পাদক মোকতার হোসেন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এম এম আহমদ মনির, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক,দেলোয়ার হোসেন রশিদী, রায়হান সিকদার,সাত্তার সিকদার,আবুল কালাম আজাদ, আতাউর রহমান মাসুদ, মোছাদ্দেক হোসেন, ফাহাদ বিন হাশেম ও মোহাম্মদ ইউসুফ প্রমুখ। ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক এজেন্ডাভিত্তিক আলোচনায় সদস্যরা মতামত দেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ২২ শে অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের বর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ক্লাবের বিগত দিনগুলোতে প্রেস ক্লাবের কর্মকাণ্ডের মূল্যায়ন, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মসূচি ও পেশাগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা হয়। এতে করে প্রেস ক্লাবের গতিশীলতা ও সদস্যদের সক্রিয়তা আরও সুদৃঢ় হবে। সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ, সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করা, ক্লাবের অবকাঠামো উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে লোহাগাড়াড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী বলেন, প্রেস ক্লাব একটি পেশাদার ও গণতান্ত্রিক সংগঠন।এ সংগঠনে সকল সদস্যদের ঐক্যবদ্ধতা ও সক্রিয়তা আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। সবাই একসাথে পথ চলবো।
লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সব সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের এই সভাকে সফল করেছে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।