লোহাগাড়ায় মর্মান্তিক দূর্ঘটনা নিহত ১ আহত ২ জন।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক সংলগ্ন বার আউলিয়া ব্রিকফিল্ডের সামনে এসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ২ জন
নিহত নাছির উদ্দীন (৫৫) প্রকাশ (মৌলানা নাছির) পিতা মাস্টার আজিজুর রহমান ,লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব বাগমোয়ার বাসিন্দা ।
আহতরা হলেন উপজেলা চরম্বা ইউনিয়নের ওয়াহিদের পাড়ার বাসিন্দা আব্দুস সত্তারের পুত্র মোঃ মোরশেদ (৪০)।অপর জন হচ্ছে আমিরাবাদ ১ নং ওয়ার্ড কিল্লার আনন্দর এলাকার বাসিন্দা নজির আহমেদের পুত্র আক্তার হোসেন (৬০)
৯ ই মে সকাল আনুমানিক সাড়ে ১০ টায় দূর্ঘটনাটি সংগঠিত হয়।
ঘটনার প্রতক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম মূখি সি এনজি অটোরিকশাটি হঠাৎ করে রাস্তার মধ্যে খানে চাকার হাওয়া চলে যায় পথিমধ্যে সিএনজি থেমে যাই, বিপরীত দিকে থেকে আসা এসি বাস আইকনিক এক্সপ্রেস কোন কিছু বুঝে উঠার আগেই সিএনজি গাড়ির সাথে ধাক্কা লেগে সিএনজি টি ধুমড়ে মুচড়ে যাই। দ্রুত আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়ি থেকে লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত ডাক্তার আনিকা জানান, ৩ জন এক্সিডেন্ট রোগীর মধ্যে মোহাম্মদ নাসির উদ্দিন মৃত অবস্থায় আসে, অন্য দুই জন
মো মোরশেদ (৪০) ডান পা, ডান হাত ভেঙে যায়।
আক্তার হোসেন, (৬০) বাম পা ভেঙ্গে যায় ও মাথা আঘাত প্রাপ্ত হয় তাদের দুই জন কে প্রাথমিক চিকিৎসা প্রদান করে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা দূর্ঘটনার বিষয় জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে ফোর্স পৌছে যায়, নিহত নাছিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করি,এসি বাস ও সিএনজি গাড়ি ২ টি ঘটনা স্থল থেকে থানা হেফাজতে নিয়ে আসি। গাড়ি দুইটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।