লোহাগাড়ায় চাহিদার চাইতে কোরবানির পশুর উৎপাদন বেশি, সেতু ভূষণ দাশ
লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি
মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানির জন্য ৪০০৬২ টি পশু প্রস্তুত করা হয়েছে। যা চাহিদার তুলনায় ২০২৫ টি বেশি। উপজেলার বিভিন্ন খামারীরা অতিযত্নের সহিত ছোট,মাঝারি, বড় সাইজের গরু, মহিষ, ছাগল, ভেড়া কোরবানির হাটে বিক্রি করার জন্য প্রস্তুত করেছেন,লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে ২০২৫ সালের কোরবানির জন্য প্রস্তুত করা পশুর মধ্যে রয়েছে,গরু ২৫৫০৬ টি, মহিষ ১১৭০ টি,ছাগল ১২৮৩৩ টি, ভেড়া ৫৫৩ টি।
লোহাগাড়া প্রাণীসম্পদ কর্মকর্তা সেতু ভূষণ দাশ কে কোরবানির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
আমরা এ অর্থবছরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, লোহাগাড়ার পক্ষ থেকে ৪৪০ জন হৃষ্টপুষ্টকরণ খামারীকে নিরাপদ গরু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণ দিয়েছি। ৯৮টি গরুর খামার পরিদর্শন করে প্রাণিসেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। বিজ্ঞানসম্মত ও লাভজনক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ৪৮টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে। কোরবানির পশুর মাংস যেন ভোক্তাদের জন্য নিরাপদ থাকে সে লক্ষ্যে প্রশাসনের সহায়তায় নিরাপদ পশুখাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট চলমান রয়েছে। আসন্ন কোরবানির হাটে সুস্থ পশু ক্রয় বিক্রয় নিশ্চিত করতে মোবাইল ভেটেরিনারি সেবা চালু করা হবে। এজন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।