লোহাগাড়ায় অনুমোদন ব্যতীত ড্রোন ক্যামরা উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে
আবুল কালাম আজাদ লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি ;
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলার ২০ জানুয়ারি -২৬ থেকে অনুমোদন ব্যতিত ড্রোন ক্যামরা উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ড্রোন ক্যামরার তথ্য আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপজেলা প্রশাসনের কাছে লিপিবদ্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে। ।
২০ ই জানুয়ারী-২৬ লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় সাম্প্রতিক লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অননুমোদিত ব্যক্তি/ প্রতিষ্ঠান ড্রোন ক্যামরা উড্ডয়ন করা হচ্ছে। উড্ডয়নের ফলে জনসাধারণ ও প্রাণীর জীবন জনসাধারণের সম্পত্তি ও গোপনীয়তা এবং রাষ্ট্রীয় গোপনীয়তা ও সম্পত্তির ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন -২৬ এ নিয়োজিত আইনশৃংখলা বাহিনী ও উপজেলা প্রশাসনের কাজে গোপনীয়তা রক্ষায় জটিলতা সৃষ্টি হচ্ছে।
এতে আরো বলা হয়েছে, যে সকল ড্রোন ক্যামরা ব্যবহার কারীগণের উড্ডয়ন অনুমোদন রয়েছে তাদের কে অনুমোদনের কপি সহ এবং যাদের অনুমোদন নেই সকলকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কার্যালয়ে লিপিবদ্ধ করার জন্য বলা হয়েছে।
২০ জানুয়ারি -২৬ থেকে লোহাগাড়া উপজেলা যে কোন এলাকায় অনুমোদন ব্যতীত সকল প্রকার ড্রোন ক্যামরা উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষের অনুমোদন ব্যাতীত ড্রোন ক্যামরা উড্ডয়ন করা হয়েছে প্রমাণিত হলে ড্রোন ক্যামরা উড্ডয়ন বন্ধ সহ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।