লামায় হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় দিনে আরো ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

লামায় হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় দিনে আরো ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

বেলাল আহমদ,লামা (বান্দরবান) প্রতিনিধি।

মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী লামার ফাইতংয়ে অবৈধ ইটভাটা ভাঙ্গার কার্যক্রমের দ্বিতীয় দিনে (১৪ আগস্ট)বৃহ:প্রতিবার বান্দরবানের লামায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি ইটভাটার মধ্যে আরো ৪ টি সহ দুই দিনে মোট ৬ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
ইটভাটাগুলো হলো,১, ইউনাইটেড ব্রিকস ম্যানুঃ, ২, এলাহি ব্রিকস ম্যানুঃ, ৩,সেভেন ব্রিকস ম্যানুঃ, ৪,এনআরবি ব্রিকস ম্যানুঃ, ৫, শিরাত ব্রিকস এবং ৬,এমবিআই ব্রিকস ম্যানুঃ।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার,লামা। আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান।মো. রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান।ফায়ার সার্ভিস,লামা উপজেলা, লামা থানা পুলিশ ও ফাইতং ফাঁড়ি পুলিশ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া মেজর হাফিজ এর তত্বাবধানে সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ।মো. রেজাউল করিম জানান,মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং ১৫৮৯২/২৩ এর আদেশবলে বান্দরবান জেলা প্রশাসন, লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান এর যৌথভাবে গত ১৩/০৮/২০২৫ তারিখে বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত EBM ও 7BM নামক অবৈধ ইটভাটা গুড়িয়ে বৃক্ষরোপণ করা হয়। একই আদেশবলে ১৪/০৮/২০২৫ তারিখে একই এলাকয় অবস্থিত UBM, SBW, MBI ও NRB নামক আরো ৪টি ইটভাটা গুড়িয়ে বৃক্ষরোপণ করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন,পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে মহামান্য হাইকোর্টের নির্দেশে দুদিনে ৬টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *