লামায় সাংবাদিকদের সাথে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময় সভা
বেলাল আহমদ,বান্দরবান প্রতিনিধি,
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সার্বিক পরিস্থিতি,জনবল সংকট নিরসনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার(২৭ জুলাই )সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।
সভায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃমো. সোলেমান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন,লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ,মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম,লামা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ,সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মো. সুজন,সাংবাদিক মোহাম্মদ করিম। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হাসপাতালের বর্তমান অবস্থা, চিকিৎসক ও জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা এবং চিকিৎসা সেবায় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা কামনা করেন ডা.গোলাম মোস্তফা নাদিম এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদানের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন এবং জনগনের চিকিৎসা সেবার মান বৃদ্ধির ভুয়সী প্রশংসা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।