লামায় মাতামুহুরী নদী থেকে ২২ ঘন্টা পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

লামায় মাতামুহুরী নদী থেকে ২২ ঘন্টা পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বেলাল আহমদ,লামা(বান্দরবান)
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজের ২২ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

টানা ২২ ঘন্টা অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল এর প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে। এসময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ও নিহতের স্বজনরা এবং লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শুক্রবার ০৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় লাশ উদ্ধার হয়৷

নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে লামা মাতামুহুরি নদীর তীরঘেঁষে সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন মোঃ সোহান ও তার বন্ধু মোঃ শাকিল নামের দুই পর্যটক। দুপুরে তারা দুজন রিসোর্টের পাশে থাকা নদীতে একসাথে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে সোহান ডুবে গিয়ে নিখোঁজ হন। ওই সময় সাথে থাকা মোঃ শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হন।

শাকিল জানান, দুজন একসাথে মাতামুহুরী নদীতে গোসলে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায়। সাথে সাথে রিসোর্টে এসে জানালে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র লামা স্টেশনের সাব অফিসার মোঃ আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হয়। শুক্রবার সকালে টানা ২২ ঘন্টা অভিযানে আমাদের ডুবুরি দল ঘটনাস্থল এর প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।

সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সোহান এর লাশ উদ্ধার করা হয়েছে,আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *