লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

বেলাল আহমদ,লামা(বান্দরবান)।

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মোঃ সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড, মিনঝিরি সাদা পাহাড়স্থ “হোয়াইট পিক ষ্টেশন “রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ মোঃ সোহান (২৭) পিতা- আবু হান্নান সরকার সাং-ইউসিবি চত্বর, মিরপুর, ঢাকার বাসিন্দা।

জানা যায়,ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে হোয়াইট পিক ষ্টেশন রিসোর্টে উঠেন সোহান ও শাকিল নামের ২জন পর্যটক।সাথে থাকা শাকিল জানান,দুপুর ১টা ৩০ মিনিটের সময় রিসোর্টের পাশে থাকা মাতামুহুরী নদীতে গোসল করার জন্য নামি এসময় হঠাৎ পানির স্রোতে মোঃ সোহান পানিতে ডুবে যায় আমি সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হই।

রিসোর্ট মালিক পক্ষ মো.আজিম জানান,আজ সকালে অগ্রিম বুকিং ছাড়া আমাদের রিসোর্টে আসেন সোহান ও শাকিল,কিছুক্ষণ পরে তারা ঝর্নায় ঘুরতে যায় দুপুরে রুমে এসে নদীতে গোসল করতে গিয়ে সোহান নিখোজঁ হয়।আমরা জানতে পেরে ফায়ার সার্ভিস কে খবর দেই।

লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো.আবদুল্লাহ জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। চট্টগ্রাম থেকে ডুবরি দল রওয়ানা দিয়েছেন,উদ্ধার কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *