লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি।
"শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য"
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবানের লামা উপজেলার উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) লামা ইসলামিয়া ফাজিল মাদরাসা হলরুমে দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা শাখার সহ সভাপতি মো. শামসুল হকের পরিচালনায় ও উপজেলা সভাপতি মো. আকরবের সভাপতিত্বে দায়িত্বশীল শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবানের জেলা আমীর এস. এম. আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কক্সবাজার জেলা সভাপতি শামশুল আলম বাহাদুর, বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর এস.এম. আব্দুস সালাম আজাদ বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে কি হবে না এটা নির্ধারিত হবে আগামী সংসদ নির্বাচনে। ফ্যাসিস্ট, স্বৈরাচার, চাঁদাবাজ, টেন্ডারবাজ নির্বাচিত হবে না সেই নির্বাচনে। শ্রমিকদের আগামী সংসদ নির্বাচনে এমন নেতা নির্বাচিত করতে হবে, যিনি ইসলামি মূল্যবোধ, সৎ ও নীতি নৈতিকতা সম্পন্ন। ভোট প্রদান আবেগের বিষয় নয়, ইচ্ছার বিষয় নয়, যেনতেন ভাবে প্রয়োগের বিষয় নয়। ভোট প্রদান সচেতনতার ও বিবেক ও বিবেচনায় বিষয়। তাই সৎ মানুষকে নেতা নির্বাচিত করতে হবে।