লামায় বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন : আটক ৫

লামায় বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন : আটক ৫

বেলাল আহমদ,লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে ছোট ভাই আব্দুর রহমান (২২) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত ৮.৩০ টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী, আমতলী মুসলিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুর রহমান (২২) উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি মুসলিম পাড়ার আব্দুল মজিদের ছেলে।পেশায় তিনি সিএনজি চালক ছিলেন।
এ ঘটনায় দুই নারীসহ ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায় , নিহতের বড় ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের সঙ্গে পারিবারিক ঝামেলা চলছিল। পারিবারিক এ ঝামেলার বিষয়ে সোমবার মাগরিবের পর স্থানীয় বিচার সালিসি হওয়ার কথা ছিল। সে অনুযায়ী দুই পক্ষই জড়ো হয়। বৈঠক শুরু হওয়ার আগে বড় ভাই আব্দুর শুক্কুরের তিন শ্যালকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আব্দুর রহমানকে ছুরিকাঘাত করেন।

পরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় লোকজন নিহতের ভাবী মিনুয়ারা বেগম ও ভাবীর মা সালমা বেগমসহ ৫ জনকে আটক করে বেঁধে রাখে। অপর আটককৃতরা হলেন- মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০)। আটকরা সবাই পার্শ্ববর্তী সীমান্ত সংলগ্ন লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান,নিহত যুবকের লাশ বর্তমানে লোহাগাড়া থানা-পুলিশের হেফাজতে আছে। সেখান থেকে লামা থানায় আনা হবে। ঘটনার জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে ৫ জনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *