
মিশকাতুন্নবী (সাঃ) দাখিল মাদ্রাসার ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি মনোনীত হলেন অধ্যাপক মোহাম্মদ হাসান
আবুল কালাম আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পদুয়া ইউনিয়নের তেওয়ারিখীল মিশকাতুন্নবী (সা:) দাখিল মাদ্রাসা “র ম্যানেজিং (এডহক) কমিটিতে
কলাউজান শাহ রশিদিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান কে সভাপতি করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। কমিটির বাকী সদস্যরা হলেন, সদস্য সচিব সরওয়ার কামাল। অভিভাবক সদস্য এনামুল হক। সাধারণ শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান।
(সোমবার) ৬ ই সেপ্টেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর রেজিস্ট্রার (প্রসাশন) প্রফেসার ছালেহ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করেন।
এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর অধ্যাপক মুহাম্মদ হাসান বলেন,মিশকাতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসা র এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দ্বায়িত্বের,এই মাদ্রাসার কর্মকাণ্ডের সাথে আমি আগে থেকেও জড়িত, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।এই মাদ্রাসা কে লোহাগাড়ার একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখব এই ক্ষেত্রে সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।