মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ, সচেতনতায় জোর দিলেন ইউএনও
নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর কুফল আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে। এই সমস্যা মোকাবেলায় শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষক, সমাজপতি—সবার এগিয়ে আসা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, শিশুদের শিক্ষায় আরও গুরুত্ব দিতে হবে। বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরি না হলে আইন প্রয়োগ যথেষ্ট নয়।”
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল। তিনি বলেন, “নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাল্যবিবাহ প্রতিরোধ অত্যন্ত জরুরি। পরিবার থেকেই এ বিষয়ে সচেতনতা শুরু হওয়া উচিত।”
দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনি পদক্ষেপ আরও জোরদার করা প্রয়োজন।