মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠ জব্দ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠ জব্দ

কমল কৃষ্ণ দে,
খাগড়াছড়ি সংবাদদাতা

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন এর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারী) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরী ঘাট এলাকা থেকে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান পিএসসি, এর দিকনির্দেশনায় আজ দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনিসুল হক এর নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরী ঘাট নামক এলাকা থেকে মালিকবিহীন ৬৮ টুকরা (৮৯.১১ঘনফুট) অবৈধ সেগুন ও অন্যান্য কাঠ জব্দ করা হয়। সেগুন কাঠের আনুমানিক মূল্য ১,৩৩,৬৬৫/-

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *