মাটিরাঙ্গায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত

মাটিরাঙ্গায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত।

কমল কৃষ্ণ দে
খাগড়াছড়ি সংবাদদাতা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির, চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে নতুন পাড়া কারীমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার মাঠে মাটিরাঙ্গা কাঠব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো.গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মো.নাছির আহম্মেদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো.মোশাররফ হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া , মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো.জয়নাল আবেদীন সরকার,
সদস্য সচিব ফোরকান ইমাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, মাদ্রাসার শিক্ষার্থী,শিক্ষকগণ, অভিভাবক,
মাটিরাঙ্গা কাঠব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ, মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, সাহসী ও আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। সীমাহীন ত্যাগ ও বেদনা সত্ত্বেও তিনি কখনো স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করেননি। তার রাজনৈতিক জীবন ও সংগ্রাম এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গোটা দেশ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে।

তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে ‘স্লো পয়জনিং’-এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন নেত্রীর নয়, গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত।

কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলে মাটিরাঙ্গা কাঠব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া।

দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী মো.হারুন উর রশীদ আজিজী।

@
কমল কৃষ্ণ দে
খাগড়াছড়ি সংবাদদাতা
তাং-০৮.০১.২০২৫ইং
০১৫৫৬৬২৭৮৮১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *