মহেশখালীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও নাক–কান ছেদন কর্মসূচি সম্পন্ন
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)।।
মহেশখালী উপজেলার হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি.–এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং নাক–কান ছেদন কর্মসূচি।
মানবিক এ আয়োজনে মোট ১৩টি বুথের মাধ্যমে কয়েশ জন সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি আরো কয়েকশ জন শিক্ষার্থীর নাক ও কান ছেদন সম্পন্ন করা হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এই মহতী কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য আয়োজকদের পক্ষ থেকে জয়নাল আবেদিন ও লদ্দিনরো ফাউন্ডেশন-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়াও হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি.–এর
সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা মেহেদী হাসান পাবেল, উপদেষ্টা কর আইনজীবী নুরুল আবচার, উপদেষ্টা সালমান কাইছার, সোহেল আরফিন, বোরহান উদ্দিন, শাইনুর, তারিফ হাসান মিমসহ সংশ্লিষ্ট সকল উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
পাশাপাশি সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য— মইন উদ্দিন, রিদওয়ান কাদের রাসেল, আশেক, হাসান, তারেক, তামিম, মাহমুদুল করিম, রেদোয়ান, হামিদ, পারভেজ, সোহাগ, সায়মন ও সোহেল
এবং অন্যান্য সকল সদস্যের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন আয়োজকরা।
কর্মসূচির আহ্বায়ক নোমান উদ্দিন ইলাহী বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে। আল্লাহ তায়ালা সবাইকে উত্তম প্রতিদান দান করুন।”
স্থানীয় জনগণ ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।