মধুপুরে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
আ: হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি:
ঢাকার মিডফোর্ট এলাকার ব্যবসায়ী সোহাগ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হওয়ার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর শিল্প ও বণিক সমিতির আয়োজনে বিকেলে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বণিক সমিতির আয়োজনে শনিবার বিকেলে সমিতির নিজস্ব কার্যালয় হতে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আনারস চত্বরে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক, সহসভাপতি জহিরুল ইসলাম মাধু,সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু,সহ সম্পাদক হুরমুজ আলী,ফকির, সহসম্পাদক স্রী স্বপন কুমার সাহা,প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা,ক্রিড়া সম্পাদক আ. ছালাম,কার্যকরী সদস্য শাকের আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সরকার।