মধুপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল -১( মধুপুর - ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসর প্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে মধুপুর উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন ও দিবসটি সফল ভাবে পালন উপলক্ষে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল -১( মধুপুর - ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসর প্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ এর বড় ভাই
মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম আজাদ। এসময় বিএনপি, যুবদল,ছাত্রদল সহ আজাদ সমর্থন গোষ্ঠীর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।