ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সহ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মধুপুর পৌর শহরে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় শাখার গণঅধিকার পরিষদের সদস্যরা।
মধুপুর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে সন্ধ্যায় মধুপুর বাসাবাড়ি মার্কেট এলাকার সম্মুখ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা কর্মীরা। এসময় বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা মশাল নিয়ে অংশ গ্রহন করেন। মশাল হাতে বিক্ষোভ মিছিলটি মধুপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় আনারস চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মধুপুর উপজেলা শাখার এনসিপির প্রধান সমন্বয়ক সবুজ মিয়া, মধুপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একরামুল খান অনিক,টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সদস্য এস,এম,এ,হামিদ,জুলাই আন্দোলনের ছাত্র নেতা কামরান হাসান বর্ষন,জেলা ছাত্র সমন্বয়ক বুলবুল আহমেদ, শ্রমিক নেতা হাফেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।