প্রেমের ফাঁদে ফেলে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে লামার ইয়াংছার প্রতারক চক্র তাহমিনা ও তার স্বামী হেলাল গং এর বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদক,
বান্দরবানের লামা উপজেলার ফাসিঁয়া খালি ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকায় এক ভয়ংকর প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। প্রেমের অভিনয় ও প্রলোভন দেখিয়ে জামাল মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তাহমিনা ও তার স্বামী হেলালসহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়,জামাল মিয়া প্রায় দেড় বছর আগে কাজের সন্ধানে ইয়াংছা বাজারে আসেন সেখানেই তাহমিনার সাথে পরিচয়। তাহমিনা নামক ওই নারী সুকৌশলে ভুক্তভোগীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের গভীরতার সুযোগ নিয়ে এবং বিভিন্ন পারিবারিক সমস্যার অজুহাত দেখিয়ে গত কয়েক মাসে ধাপে ধাপে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি। অভিযোগ উঠেছে, এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে তাহমিনার স্বামী হেলাল ও তাদের একটি ঘনিষ্ঠ চক্র সক্রিয়ভাবে সহায়তা করেছে।
ভুক্তভোগীর দাবি বিভিন্ন সময়ে ৯/১০ লক্ষ টাকা নেওয়ার পরও গত ১৬ ডিসেম্বর ২৫ ইং আমাকে তাহমিনার স্বামী হেলাল,সাগর,শাহবুদ্দিন,আজিজ,লুৎফুর,চকরিয়া থেকে জোরপূর্বক সিএনজি যোগে তুলে নিয়ে এসে মারধর করে পরে বিকাশে জয়নালের দোকানের মাধ্যমে ৪০হাজার টাকা আদায় করে। তাহমিনা ও তার স্বামী হেলাল তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান শুরু করেন। এমনকি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হয়।
তারা পরিকল্পিতভাবে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে। প্রথমে বিশ্বাস অর্জন করে এবং পরে আমার সারাজীবনের সঞ্চয় আত্মসাৎ করেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
এই চাঞ্চল্যকর ঘটনার জানাজানি হওয়ার পর ইয়াংছা বাজার ও আশেপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘ দিন ধরে এলাকায় এ ধরনের অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
মুঠোফোনে তাহমিনার স্বামী হেলাল টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন,এলাকার সবাই এই ঘটনা জানে তবে আমরা মিমাংসা করে ফেলেছি।