পূজা কমিটির আড়ালে সক্রিয় ফ্যাসিস্ট চক্র, নেতৃত্বে সাগর মিত্র”

পূজা কমিটির আড়ালে সক্রিয় ফ্যাসিস্ট চক্র, নেতৃত্বে সাগর মিত্র”

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় আবারও ফ্যাসিস্ট রাজনীতির চক্র সক্রিয় হয়ে উঠতেছে। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাগর মিত্রকে ঘিরেই এই চক্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পূজা কমিটির ব্যানার ব্যবহার করে তিনি প্রকাশ্যে সভা-সমাবেশ করছেন এবং ক্ষমতার প্রদর্শন শুরু করেছেন।

গত শুক্রবার (২২ আগস্ট) উপজেলার জয়কালী বাজার এলাকায় আয়োজিত এক সভায় সাগর মিত্র সরাসরি উপস্থিত হয়ে কিছু আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের সঙ্গে নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেন। স্থানীয়দের অভিযোগ, ওই সভায় বিরোধী মতাবলম্বীদের হুমকি-ধমকি দেওয়া হয়।

এর আগে, উপজেলা কৃষকলীগ সভাপতি নুরুল আনোয়ারকে হত্যা ও বিস্ফোরক মামলায় গত ১৬ এপ্রিল বিকেলে পুলিশ পার্কি বিচ এলাকা থেকে গ্রেপ্তার করলেও সাধারণ সম্পাদক সাগর মিত্র পূজা কমিটির নামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূজা উদযাপন পরিষদের ব্যানারে সাগর মিত্র রাজনৈতিক ঘাঁটি গড়ে তুলছেন। এর সঙ্গে যুক্ত হয়েছেন কয়েকজন প্রভাবশালী ফ্যাসিস্ট। সাধারণ মানুষকে প্রভাবিত করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চলছে বলেও অভিযোগ সচেতন মহলের।

গত বছরের ১৪ সেপ্টেম্বর ঘোষিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-আনোয়ারা উপজেলা শাখার নতুন কমিটিতে সাগর মিত্রকে সভাপতি করা হয়। এরপর থেকেই তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। প্রায় ১৫-২০ জনের একটি দল নিয়ে এলাকায় দাপট দেখাচ্ছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, থানার দালালি, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন সাগর মিত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, সাগর মিত্র কেবল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকই নন, তিনি পলাতক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের ঘনিষ্ঠজন ও আস্থাভাজন হিসেবেও পরিচিত।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুষ্কৃতকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যারা এলাকায় উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *