পিআর পদ্ধতি সহ পাঁচ দফা গণ দাবিতে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ, লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি :
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি সহ পাঁচ দফা গণ দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বক্তারা বলেন, ৫ ই আগস্ট পরবর্তী সময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে স্বৈরাচার মুক্ত দেশ গঠন হওয়ার কথা থাকলেও তা হয়নি, দেশে স্বৈরাচারের বিচরণ জুলাই শহীদদের আত্মার সাথে গাদ্দারি।
দাবি সমূহ
১.জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।২. আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।৩.অবাধ,সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।৪.ফ্যাসিস্ট সকল জুলুম - নির্যাতন, গণহত্যা ও দূর্ণীতির বিচার দূশ্যমান করা।৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কর্যক্রম নিষিদ্ধ করা।
বক্তারা আরো বলেন,সরকার জনগণের এই দাবি গুলো মেনে না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব,তাই অনতিবিলম্বে দাবি গুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জামায়াত নেতৃবৃন্দ আহবান জানান।
২৬ ই সেপ্টেম্বর -২৫ (শুক্রবার) বিকাল ৫ টায় বটতলী স্টেশনস্থ চৌধুরী প্লাজার সামনে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারী আ.ন.ম নোমানের সঞ্চলনায়
জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর ড.হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মৌলানা নুর হোসাই।
এই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার আব্দুস সালাম,মৌলানা সলিমুল্লাহ,অধ্যাপক জালাল আহমদ, অধ্যাপক মো:হাসান,মৌলানা জসিম উদ্দিন,আইন ও শালিস বিষয় সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, পদুয়া ইউনিয়ন আমির অধ্যক্ষ মাওলানা আ ক ম হামিদুল হক, চরম্বা ইউনিয়ন আমির মাওলানা শামসুল আলম হেলালী,কলাউজান ইউনিয়ন আমির ডাক্তার সিদ্দিক আহমদ, পুটিবিলা ইউনিয়ন আমির মাস্টার নাজিমুদ্দিন, লোহাগাড়া ইউনিয়ন আমির মাওলানা মহিউদ্দিন, আধুনগর ইউনিয়ন আমির মাওলানা আব্দুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আশিফ উল্লাহ আরমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক আ ন ম শোইবুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রফিক দিদার , উপজেলার নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক জামায়াত - শিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।