ধামইরহাটে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক পুলিশ সদস্যসহ আহত ২

ধামইরহাটে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক পুলিশ সদস্যসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর ধামইরহাট উপজেলার চকবদন (মহেশপুর) গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আয়োজিত এক সালিশি বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ছাতার বাট দিয়ে আঘাত করে এক ব্যক্তি দুইজনকে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার (৭ সেপ্টেম্বর) ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোসাঃ সাহিদা বেগম (৫৮) নামের এক নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাহিদা বেগম তার বড় ভাতিজা পুলিশ সদস্য
মোঃ কামরুজ্জামানের (৫০) কাছ থেকে প্রতি বছর ২৫ হাজার টাকায় ৫৬ শতক জমি লিজ নিয়ে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে কামরুজ্জামান ও তার ছোট ভাই রোকনুজ্জামানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বিষয়টি মীমাংসার জন্য গত ৪ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

সালিশ চলাকালে হঠাৎ করে গ্রামের মোঃ নজরুল ইসলাম (৫৭) উত্তেজিত হয়ে কামরুজ্জামানকে লক্ষ্য করে গালাগাল শুরু করেন। একপর্যায়ে তিনি হাতে থাকা ছাতার বাট দিয়ে কামরুজ্জামানকে আঘাত করলে তার ডান হাতে জখম হয় এবং হাতে থাকা মোবাইল ফোনটি পড়ে গিয়ে ভেঙে যায়।

এ সময় সালিশে উপস্থিত মোঃ আশরাফুল (৩৮) তাকে রক্ষা করতে গেলে তাকেও ছাতার বাট দিয়ে আঘাত করা হয়। এতে তার কপালে রক্তাক্ত জখম হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ বাদল (৪২), মোঃ আব্দুল আজিজ (৬২), ও মোঃ আনোয়ার হোসেন (৫৬)-এর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। সালিশে নারী-পুরুষসহ প্রায় ৪০-৫০ জন উপস্থিত ছিলেন বলেও দাবি করেন সাহিদা বেগম।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *