
ঢাকার মিরপুরে বেড়াতে গিয়ে মসজিদে যাওয়ার পথে গাইবান্ধার শফিক নিখোঁজ; থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক:ঢাকা রাজধানীর মিরপুর-১২ এলাকা থেকে মো. শফিক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২৪ আগস্ট দুপুর ১টার দিকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।
নিখোঁজ শফিক গাইবান্ধা জেলার সাঘাটা থানার সাঠালিয়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে মিরপুর-১২ এর পল্লবী নৌবাহিনী ইউনিভার্সিটির পেছনে তার দুলাভাই আব্দুল্লাহ আল মামুনের বাসায় বেড়াতে এসেছিলেন।
আব্দুল্লাহ আল মামুন পল্লবী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি নম্বর ২২৩৮, তারিখ ২৪.০৮.২৫) উল্লেখ করেন, “গত ২২ আগস্ট সকাল ১০টার দিকে আমার শ্যালক আমার বাসায় বেড়াতে আসেন। এরপর গত ২৪ আগস্ট যোহরের নামাজ পড়ার কথা বলে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নিয়েছি, কিন্তু কেউ তার খোঁজ জানে না।”
নিখোঁজ শফিকের পরনের পোশাক ছিল নেভি ব্লু রঙের শার্ট ও সাদা-চেক লুঙ্গি। তার গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল হালকা লম্বাটে গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। মাথায় ছোট কালো চুল ও মুখে মাঝারি সাদা দাড়ি রয়েছে। শারীরিক গঠন হ্যাংলা-পাতলা।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে চেষ্টা চলছে এবং আশপাশের থানা ও হাসপাতালগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে:
০১৭১২-৮৪৬৩৬০ (আব্দুল্লাহ আল মামুন)