টাঙ্গাইল-১ আসনে জামায়েত প্রার্থীর মনোনয়নপত্র জমা
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী টাঙ্গাইল জেলা পেশাজীবী বিষয়ক সম্পাদক মধুপুর উপজেলা জামায়াতের সাবেক আমির মধুপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী । সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো.জুবায়ের হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজওয়ান উল্লাহ খান রেদোয়ান , পৌর আমির মৌলানা ইকবাল হোসেন, বাইতুল মাল সম্পাদক মোকাদ্দেস আলী, কর্মপরিষদ সদস্য ড. নজরুল ইসলাম, অফিস সম্পাদক হাফিজুর রহমান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়ন পত্র জমাদানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি জনগনের ভোটে নির্বাচিত হলে মধুপুর ও ধনবাড়ীকে চাঁদাবাজ মুক্ত মডেল উপজেলা হিসেবে জাতির সামনে উপস্থাপন করব।