চুনতীর শাহ সাহেব (রহ.)’র
৪৩তম ইসালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত
চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক বিশ্ব বরেণ্য অলিকুল সম্রাট মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)’র ৪৩তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ১৮ আগস্ট ২০২৫ইং সোমবার চুনতী সিরাত ময়দানে মতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, হযরত মাওলানা হাফিজুল হক নেজামী ও আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাদে ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, খতমে তাহলিল, বাদে আসর থেকে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা জমিল উদ্দিন। আলোচনা করেন সীতাকুন্ড কামিল মাদ্রাসার সবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক,চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম,মাওলানা আবু নোমান মোহাম্মদ হাফিজুল্লাহ,আলহাজ্ব ডা:মাহুমুদুর রহমান,কাজী মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন সাদী। এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাাদক আলহাজ্ব মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত,মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন,ইদ্রিস মিনহাজ,এম মাহাবুবুল হক,শাহজাদা তৈয়বুল হক বেদার,সায়ফুদ্দিন মোহাম্মদ তারেক।মাহফিলে কুরাআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী জালাল উদ্দিন মুনিরী,হাফেজ কবির আহমদ, হাফেজ মোহাম্মদ হাসান মাহমুদ। না’তে রাসুল (সঃ) পরিবেশন করেন মাওলানা আব্দুল হাফিজ ফারুকী,আব্দুশ শুকুর,মাওলানা জহির উদ্দীন,জামাল উদ্দীন প্রমূখ। শাহ্ সাহেব কেবলা (রহ.) স্মরণে শের পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ ইমাদুদ্দিন সা’দ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। হযরত মাওলানা কাজী অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন এর মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত ও তবারুকের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।