চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে মানববন্ধন
লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি
সবার জন্য নিরাপদ সড়ক চাই, বন্ধ হউক মৃত্যুর মিছিল। এই স্লোগান কে সামনে রেখে
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক অবিলম্বে ৬ লেইনে উন্নতি করার দাবিতে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ ই মে (মঙ্গলবার) সকাল ১০ টায় লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক ছয় লেইন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়
মানববন্ধনে বক্তারা বলেন,বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার এই কক্সবাজারে যেতে হলে চট্টগ্রাম কক্সবাজার-মহাসড়ক দিয়ে যেতে হবে। প্রতিদিন হাজার হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে এই সড়ক দিয়ে মহাসড়ক ছোট হওয়াতে প্রতি মুহূর্তে দুর্ঘটনায় কবলিত হয় এই সড়কে চলাচল করা গাড়িগুলো এই দুর্ঘটনায় অনেক প্রাণ হানি ঘটে বাবা হারায় ছেলেকে ছেলে হারায় বাবাকে স্বামী হারায় স্ত্রীকে স্ত্রী হারায় স্বামীকে আত্মীয় হারায় অনেক আত্মীয় স্বজনকে, তাই অনতি বিলম্বে এই মহাসড়ক ছয় লাইনে উন্নতি করে দ্রুত কাজ শুরু করার জন্য আহ্বান জানানো হয়েছে, বক্তারা আরো বলেন, কর্তৃপক্ষ যদি যথাযথ পদক্ষেপ নিয়ে দ্রুত সময়ের মধ্যে এই মহাসড়কের কাজ শুরু না করা তা হলে আমরা আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ। ৬ লেইন বাস্তবায়ন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মাস্টার মোহাম্মদ ফারুক হোসেন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম এ সাইফুল্লাহ চৌধুরী। এ,পি,পি এডভোকেট রেজাউল করিম,মানবাধিকার কর্মী মো: নুরচ্ছাফা,প্রজন্ম লোহাগাড়ার আহবায়ক, মোহাম্মদ সাহাব উদ্দিন। সমাজ সেবক ও রাজনীতিবীদ মোহাম্মদ গোফরান তোরাব,সাংবাদিক জাহেদুল ইসলাম এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।